
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ‘বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন থেকে র্যালী বের হয়ে পৌরশহর গুরুত্বর্পূন সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান একরামুল হক, উপজেলা মৎষ্য কর্মকর্তা ফয়সাল আযম, মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস বাপ্পী, প্রাথমিক শিক্ষা কর্মকতা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, অবসর প্রাপ্ত শিক্ষক মুসা সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, আলোর কন্ঠ প্রতিনিধি বিষ্ণু পদ রায় প্রমুখ। দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পীরগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।