বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পীরগঞ্জে দেড় কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার

বিষ্ণু পদ রায়,পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে প্রায় দেড় কেজি ওজনের কষ্টি পাথরের ভাঙ্গা মুর্তি উদ্ধার করেছে শ্রমিকরা।

 

রোববার দুপুরে উপজেলার গড়গাও এলাকায় রাস্তার মাটি কাটার সময় তারা এ মুর্তি উদ্ধার করেন। পরে তা থানা পুলিশের নিকট জমা দেওয়া হয়। এলাকাবাসি জানায়, পীরগঞ্জ উপজেলা গড়গাও এলাকায় এলজিইডি’র আওতায় রাসত্মা সংস্কার কাজের জন্য জনৈক দুলালের পুকুর থেকে বালি উত্তোলন করছিল শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকদের কদালের আঘাতে কালো রঙের একটি কালো রঙের পাথরের মুর্তি বেড়িয়ে আসে।

 

পরে তা উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলামের মাধ্যমে থানা পুলিশের কাছে জমা করা হয়। মুর্তিটি কষ্টি পাথরের কিনা তা যাচাইয়ের জন্য পুলিশ স্থানীয় এক স্বর্ণকারের দ্বারা সেটি পরীক্ষা করান। ঐ স্বর্ণকার জানায়, মুর্তিটি কষ্টি পাথরের।

 

থানার ওসি মকবুল হোসেন জানান, নিশ্চিত না, ধারণা করা হচ্ছে মুর্তিটি কষ্টি পাথরের।এর ওজন ১ কেজি ৪৭৫ গ্রাম। এটি বিধি মোতাবেক ম্যাজিষ্ট্রেটের কাছে পাঠানো হবে।