পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি :নিখোজের ৩ দিন পর বৃষ্টি খাতুন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ ভুট্রা খেতে উদ্ধার করেছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। সে পীরগঞ্জ উপজেলার সীমামত্ম বর্তী রনশিয়া গ্রামের আব্দুল কাদের এর মাদ্রাসা পড়ুয়া ছাত্রী । তার পিতা জানায়, রোববার দুপুরে বাড়ির পাশ্ববর্তী মাঠে গরম্ন আনতে যাওয়ার পর থেকে সে নিখোজ ছিল। বুধবার বিকেলে একই গ্রমের লাভলি ও আকলিমা নামের ২ জন মহিলা গরম্নর ঘাস সংগ্রহ করতে একরামুল হক এর ভুট্রা খেতে গেলে ঐ মেয়ের লাস দেখতে পায় । খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে । থানার ওসি মুরসেদুল করিম মুহাঃ ইসতেসাম জানান, হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত চলছে।