পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি: ১৮ মার্চ জেলার পীরগঞ্জ উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপালনকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের ২ দিনব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষন কমৃসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাবিবর আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার মো: ইকরামুল হক প্রমুখ। প্রশিক্ষনে মোট ৭৬ জন প্রিজাইডিং অফিসার ৪শ’৫৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার অংশ গ্রহন করেন। ২য় দিনের প্রশিক্ষনে ৯ শ’৮ জন পুলিং অফিসার নের্বাচনী প্রশিক্ষন গ্রহন করবেন।