সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে পতিতা গ্রেফতার

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি।। পীরগঞ্জে এক প্রভাব শালী পতিতা কে রবিার রাতে সীমাত্মবর্তী এলাকা থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়,পীরগঞ্জ উপজেলার পৌরশহর সহ ১০টি ইউনিয়নে শতাধিক যৌনকর্মী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার অবৈধ ভাবে দেহ ব্যবসা চালিয়ে আসচ্ছি। এরই ধারা বাহিকতায় রবিবার রাতে মিত্রবাটি গ্রামের রঞ্জু এর কন্যা কে উপজেলার সীমাত্মবর্তী ফকিরগঞ্জ এলাকা অসামাজিক কাজে লিপ্ত হলে   পুলিশ তাকে গ্রেফতার করে। এসব পতিতারা দীর্ঘদিন ধরে এলাকায় ধরা ছওয়ার বাইরে থেকে উঠতি বয়সের যুবক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অসামাজিক কাজে লিপ্ত করে সমাজকে ক্ষতিগ্রস্থ করছিল। এই ঘটনায় এলাকাবাসীর মনে স্বস্তি এসেছে। সোমবার থানা পুলিশ ওই ধৃত মহিলা ও এক যুবকে ঠাকুরগাওয়ের কারাগারে প্রেরন করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।

Spread the love