
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা আনেয়ার হোসেন মনু’র (৭০) লাশ ঠাকুরগাও জেলার পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটি মহল্লায় তার পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার পর তিনি নিখোজ হন বলে মৃতের পরিবার জানায়। পরদিন শনিবার দুপুরে তার লাশ বাড়ির পার্শ্বে ‘মানাহার’পুকুের ভেসে উঠে। সাবেক পৌর চেয়ারম্যান গোলাম হোসেন জানান, এ পুকুরে গোসুল করতে নেমে এ পর্যন্ত ৪ জন মানুষ রহস্য জনক ভাবে প্রান হারিয়েছে। পৌর মেয়র রাজি উর রহমান রাজু বলেন তার মৃত্যুর ব্যাপারে সঠিক কোন কারণ কেউ জানাতে পারেননি। উল্লেখ্য সে মিত্রবাটি গ্রামে গ্রামের মৃত আ. আজিজ এর পুত্র। সে এফেক্ট-৬ নং সেক্টর আলফা কোং ৬১৪-বাংলাদেশ গেজেট, মুক্তি বার্তা-৯৮২এর সদস্য। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।