
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপ্রতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা ইমদাদুল হক পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। আজ শুক্রবার সকাল থেকে বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক তাঁর নির্বাচনী এলাকা পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা ও পৌরসভা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের সময় সব ধরনের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান আনন্দমুখর পরিবেশে পালন করছেন। শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রকে প্রসারিত করে ধর্ম যার যার উৎসব সবার এই চেতনাকে সমৃদ্ধ করেছেন। এসময় সাবেক সংসদ সদস্য সাথে ছিলেন আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোজারুল ইসলাম, সাবেক মেয়র কশিরুল আলম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতৃবৃন্দ। উল্লেখ্য, পরিদর্শন কালে তিনি নিজ তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।