পীরগঞ্জ(ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের বিজয়া পূণর্মিলণী ও উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার সকালে পীরগঞ্জ কলেজ হাট কেন্দ্রীয় মন্দির চত্বরে অনুষ্টিত হয়েছে।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক,পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার সভাপতি অরুনাংশ দত্ত (টিটু), পূজা উদ্যাপন পরিষদে জেলা শাখার সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আখতারম্নল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক কশিরুল আলম, উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ,খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক গোপী কৃষ্ণ রায়, উপজেলার পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক বিনোদ চন্দ্র সরকার প্রমুখ। আলোচনা শেষে কাউন্সিল শুরু হয় সকলের সম্মতি ত্রম্নমে পুনরায় প্রফুল্ল কুমার রায় সভাপতি নির্বাচিত হয়। সাধারন সম্পাদক পদে ভোট গ্রহন শুরু হয়। ভোট গ্রহন শেষে বিকালে ভোট গণনা শেষ হয়। সর্বমোট ভোটার সংখ্যা ১০২জন। সাধারন সম্পাদক পদে বিনোদ চন্দ্র সরকার ও বাদল চন্দ্র রায় প্রতিদ্বন্ধিতা করেন। এদের মধ্যে বাদল চন্দ্র রায় ৭ ভোট বেশি পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রিজাইডিং অফিসার ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদ এর সভাপতি অরুনাংশ দত্ত।