সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে প্রতিমা ভাংচুড় : ৩ জামায়াত কর্মী গ্রেফতার

Pir Proঠাকুরগাওয়ের পীরগঞ্জে একটি মন্ডপে নির্মাণাধীন প্রতিমা ভাংচুড়ের ঘটনায় স্থানীয় ৩ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রবিবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, পীরগঞ্জ উপজেলার নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক রফিকুল ইসলাম (৩২), গুয়াগাও দাখিল মাদ্রাসার শিক্ষক হোসেন আলী (৫০) ও নারায়নপুর গ্রামের আইয়ুব আলী (৪০)। পীরগঞ্জ থানার ওসি মুরশিদুল করিম মুহা. ইসতেসাম জানান, গ্রেফতারকৃতরা সকলেই জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। গেল রাত (শনিবার দিবাগত) সাড়ে ৯ টার দিকে বিদ্যুৎ চলে গেলে নারায়নপুর শিংগের দুর্গা মন্ডপে নির্মানাধীন দুর্গা, গনেশ, কার্তিক, স্বরস্বতি ও লক্ষ্মী প্রতিমা উল্টে দিয়ে ভাংচুড় করে দুর্বৃত্তরা।এ বিষয়ে পীরগঞ্জ থানায় নারায়নপুর শিংগের দুর্গা মন্ডপের সভাপতি দিনেশ চন্দ্র রায় বাদি হয়ে অজ্ঞাত কয়েক জনের নামে মামলা করেছেন। মামলা নং ১৯ ,তাং ২৮-৯-১৪ ইং।

Spread the love