
পীরগঞ্জ (ঠাকুরগাও)প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা স্বাথ্য কমপ্লেক্রের আয়োজনে সকালে বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বে-সরকারী সংস্থা আরডি আরএস, ইএসডিও কমস এবং ব্র্যাক এর সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্ব পূন্য সড়ক প্রদক্ষিন করে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাঃ আব্দুল মজিদ, জুনিয়র কনসালটেন্ড (গাইন্নী) ডাঃনজরুল ইসলাম, উপজেলা পঃ পঃ কর্মকতা সুব্রত রায়, ও ডাঃ নাসির উদ্দিন, প্রধান সহকারিকাম হিসাব রক্ষক মাইদুল ইসলাম ও বে-সরকারী সংস্থা কর্মকতা গন বক্তব্য দেন। বক্তাগন সভায় এইডস বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।