
পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শাখায় বাংলাদেশ খ্রীষ্ট্রিয়ান এসোসিয়েশনের উদ্দোগে শুত্রবার দুপুরে সেন্ট ম্যাথুস ইংলিশ মিডিয়াম স্কুলে বড়দিন উদযাপন প্রস্ত্ততি সভা অনুষ্টিত হয়েছে।
পীরগঞ্জ খ্রীষ্ট্রিয়ান এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি পাষ্টর বিষ্ণু পদ রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা খ্রীষ্ট্রিয়ান এসোসিয়েশন এর সভাপতি রাজেন্দ্র নাথ রায়,পীরগঞ্জ বড়বাড়ি ক্যথলিক চার্চের পুরহিত ফাদার মানিক বিশ্বাস, ভোমরাদহ ব্যাপ্টিষ্ট চার্চ পুরহিত রেভারেন্ট মোহিনী রায়, খ্রীষ্ট্রিয়ান এসোসিয়েশন এর সাধানর সম্পাদক রবিনাথ রায়, চার্চেস অফ গড এর পুরহিত পাষ্টর কিরেন চন্দ্র রায়,পাড়িয়া বিএনইএলসি এর মাইকেল হাজদা, বিএল সি চার্চের পুরহিত উজ্জল, ন্যাজরিন চার্চ এর পুরহিত পাষ্টর সুরেন রায়, কলিযুগ শালোম চার্চ পুরহিত রাধেশ্বর রায়,রাফায়েল রায় প্রমুখ। সভায় আগামী ২৫ শে ডিসিম্বর২০১৪ইং শুভ বড়দিন উদযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।