রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে ভটভটির ধাক্কায় নিহত ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত

ভটভটির ধাক্কায় নূরুল ইসলাম (৪০) নামে

এক ব্যক্তি নিহত হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি মুরশিদুল করিম মুহাম্মদ

ইসতেশাস জানান, গতকাল বৃহস্পতিবার

সকালে পীরগঞ্জ উপজেলার খটশিংগা গ্রামের

মুসলিম উদ্দীনের ছেলে নূরুল ইসলাম

মোটরসাইকেলযোগে খটশিংগা বাজারে

যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি

ভটভটির সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়ে

ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে পীরগঞ্জ

থানায় একটি মামলা হয়েছে।

 

Spread the love