বিষ্ণুপদ রায়,পীরগঞ্জ,প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,শনিবার সকালে উপজেলার বেতুরা নামক গ্রামে মৃত মুনসুর আলীর ছেলে শওকত আলী(৪০) এর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে নিজ ভাতিজা রনি’র (১৮) বাগবির্তক হয়। এক পর্যায়ে ভাতিজা রনি কাঠের লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে। এতে সে গুরম্নত্বর আহত হলে তাঁকে পীরগঞ্জ হাসাপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসাপাতালে নিয়ে গেলে দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন জানান,তদমত্ম চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।