
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি’র পৃথক ২টি অভিযান চালিয়ে ৩৭৪ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে। দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুস সামাদ চৌধুরী জানান, আজ শনিবার সকালে দিনাজপুর শহরে পৃথক অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছেন দিনাজপুর সদর উপজেলার নয়নপুর গ্রামের তোবার হোসেনের পুত্র ফারুক হোসেন (২৫) ও ৫নং উপশহর এলাকার মো. হাসান আলীর পুত্র সোহাগ (২২)। বিকেলে আটককৃতদের কোতয়ালী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে উপ-পরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এদিকে ফুলবাড়ী ২৯ বিজিবি’র মাদক বিরোধী অভিযানে শনিবার ভোরে রানীপুর সীমান্ত এলাকায় কয়েকজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে বিজিবি’র টহলদল তাদের ধাওয়া দেয়। চোরাচালানীরা বিজিবি’র ধাওয়া খেয়ে ৫টি পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। ওই ৫টি পোটলা থেকে ৩২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।