বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পীরগঞ্জে ভারতীয় নাগরিক আটক

SAMSUNG CAMERA PICTURESবিষ্ণু পদ রায় পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে  বিজিবি। কোচল সীমান্তের  বিওপি কমান্ডার সুবেদার ইব্রাহিম খান জানান ভারতের দার্জিলিং জেলার কড়িবাড়ির গৌরসিংজোত গ্রামের মৃত জানুকী রায়ের পুত্র বসন্ত রায়(৪৫) ১মাস পূর্বে অবৈধ ভাবে বাংলাদেশে আসে। সোমবার রাত ১০টায়  ভারতে ফিরে যাওয়ার পথে কোচল সীমান্তের ৩৪৪/ ৩ এস পিলার সংলগ্ন এলাকায় সুবেদার ইব্রাহিম খানের নেতৃত্বে তাকে আটক করা হয়।ধৃত ভারতীয় নাগরিক বসন্ত রায়কে মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।