
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি : কার্যকরী ভূমি ব্যবহার ও কৃষি জমি সুরক্ষা নীতিমালা বাস্তবায়নের দাবীতে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে মিছিল, জনসমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবরে স্বারকলিপি দিয়েছে ভূমিহীনরা। আজ মঙ্গলবার দুপুরে সিডিএ নামে একটি বে-সরকারী সংস্থার সহায়তায় এ কর্মসূচী পালন করা হয়। পৌরসভা প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুড়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বারকলিপি দেয়া হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে বক্তব্য দেন বাবু গজেন্দ্র নাথ রায়, কালা চান রায় সহ সিডিএ’র কর্মকর্তাবৃন্দ।