
বিষ্ণু পদ রায়ঃ জেলার পীরগঞ্জ উপজেলার দুস্থ ধর্ম প্রান মুসুল্লীকে রবিবার দুপুরে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক উপজেলার চন্দ্ররিয়া গ্রামের জহুরম্নল ইসলামকে ভ্যান গাড়ি প্রদান করেন । এ সময় পীরগঞ্জ পীরডাঙ্গী মাদ্রাসার সুপার মৌঃআব্দুলস্নাহ,সাবেক জাবোরহাট ইউপি চেয়ারম্যান খায়রম্নল আলম চৌধুরী,সাবেক ইউপি সদস্য গেদু,দীনেশ সহ আওয়ামী পরিবারের নেতা কর্মী উপস্থিত ছিলেন।