রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ জেলার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভাবনাগঞ্জ বাজারের দূর্গা মন্ডপের অধীনস্থ সম্পত্তি জোর পূর্বক দখলের লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেছে মন্দির কমিটি। অভিযোগে প্রকাশ,ভাবনাগঞ্জ বাজারে আনুমানিক ৬০ বছর যাবৎ হিন্দু সম্প্রদায় বিভিন্ন পুর্জার অনুষ্ঠান করে আসছে। সম্প্রতি প্রতিবেশী আঃ ওহাব খান পুজা কমিটির মতামতের ভিত্তিতে মন্দিরের অধীনস্থ জমিতে খোলা বাজারে ব্যবসা করত। সেই পজিশন বিবাদী সফিজুল ইসলাম বৃহস্পতিবার রাতে অন্ধকারে অবৈধ ভাবে ঢেউ টিন দিয়ে ঘর নির্মান করে। এই বিষয়ে বিবাদীদের বাধা নিষেধ করলে হিন্দু সম্প্রদায়ের লোক জনকে বিভিন্ন অশিস্নল ভাষায় গালিগালাজ করে এবং মন্দিরে পুজা বন্ধ করে দেওয়া সহ কমিটির লোকদের ভারতে পাঠাইয়া দিবে মর্ম্মে হুমকি-ধামকি দিচ্ছে। গত ১৩ নভেন্বর মন্দির কমিটির পক্ষ সভাপতি সহ ৫জন সদস্যের স্বাক্ষর সম্বলীত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেছে । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারম্নল ইসলাম খন্দকার এর নিকট জানতে চাইলে তিনি জানান তাদেরকে ঘর সরিয়ে নেওয়ার র্নিদেশ দেওয়া হয়েছে।

 

Spread the love