পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার ১৬টি কেন্দ্রের ভোট পূনঃগননার আবেদন করেছে ২ ভোটের ব্যবধানে হেরে যাওয়া মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়। রোববার প্রধান নির্বাচন কমিশনারের নিকট লিখিত ভাবে এই আবেদন করা হয়। এতে অভিযোগ করা হয়, গত ২৩ মার্চ অনুষ্ঠিত পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভারতি রানী রায়েকে ভোট কারচুপির মাধ্যমে মাত্র ২ ভোটের ব্যবধানে পরাজিত ঘোষনা করা হয়। অথচ বিভিন্ন ভোট কেন্দ্রে নিযুক্ত ভারতির এজেন্টেদের তথ্যমতে তিনি অনেক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এদিকে ভোটের পরের দিন ভাকুড়া এবং নন্দনপুর ভোট কেন্দ্রে ভারতি রানীর হাস মার্কায় শীল মারা ব্যালট পাওয়া গেছে। এছাড়াও গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ প্রকার ফলাফল তালিকা প্রদান করা হয়েছে। যাতে হাস মার্কার ভোটের পরিমান কম-বেশী উলেস্নখ করা হয়েছে। এমতাবস্থায় ঐ পদে উপজেলার মোট ৭৬ টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের ভোট পূনঃগননা করা অবশ্যক বলে আবেদনে উলেস্নখ করা হয়। এ বিষয়ে সহকারী রিটানিং অফিসার ও রিটানিং অফিসারের নিকট পৃথক পৃথক ভাবে ভোট পূনঃগননার আবেদন করা হয়। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার শাববীর আহমদ জানান, বিষয়টি তাদের এখতিয়ার বহির্ভূত। তাই তার পক্ষে কিছুই করার নেই।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ