বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পীরগঞ্জে ‘‘মেসার্স মিরাজ পোলট্রি ফিড’’এর কার্যক্রম হাই কোর্টের নির্দেশে বন্ধ

বিষ্ণু পদ রায় পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের  ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকায় গড়ে উঠা ‘‘মেসার্স মিরাজ পোলট্রি ফিড’’ নামক একটি ডেইরী ও পোলট্রি ফিড মিলের সকল কার্যক্রম বন্ধে নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ। ‘বেলা’র রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেন হায়দার এবং বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার-এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত ৭ই মে এ নির্দেশ প্রদান করেন।

পীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের  ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় গড়ে উঠা ‘‘মেসার্স মিরাজ পোলট্রি ফিড’’ নামক একটি ডেইরী ও পোলট্রি ফিড মিলের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোটে একটি রিট মামলা (নং ৪২৩৯/২০১৪ ) দায়ের করে। মামলার প্রাথমিক শুনানী শেষে আদালত মিলটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন। একইসাথে আদালত দেশে প্রচলিত আইন লঙ্ঘন করে মিলটির অনুকূলে প্রদত্ত পরিবেশগত ছাড়পত্র ও অনাপত্তি পত্র, মিলটির অবস্থান ও পরিচালিত কার্যক্রম কেন আইনের পরিপন্থি ও জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হবে না এবং কেন মিলটিকে গ্রহণযোগ্য কোন স্থানে স্থানামত্মরের নির্দেশ প্রদান করা হবে না তা জানতে চেয়ে বিবাদীগণের উপর রম্নল জারি করেন।

বৃহস্পতিবার দুপুরে ৪২৩৯/২০১৪ এর আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মোমিন ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবি এম ইফতেখারম্নল ইসলাম খন্দকার এর নেতৃত্বে ওই ফিড মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন সহ ফিড মিলটি সিলগালা করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক উসমান গনি,পীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল খালেক,সংশিস্নষ্ট ওর্য়াড কাউন্সিলর মাহাবুবুর রশিদ রশিদুল সহ এলাকাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উলেস্নখ্য, ফিড মিলটি আবাসিক এলাকায় স্থাপন ও কার্যক্রম পরিচালনা করে এলাকার জনসাধারণের স্বাস্থ্য ও পরিবেশের মারাত্বকভাবে ক্ষতি করে আসছিল।