বিষ্ণু পদ রায় পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকায় গড়ে উঠা ‘‘মেসার্স মিরাজ পোলট্রি ফিড’’ নামক একটি ডেইরী ও পোলট্রি ফিড মিলের সকল কার্যক্রম বন্ধে নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ। ‘বেলা’র রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেন হায়দার এবং বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার-এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত ৭ই মে এ নির্দেশ প্রদান করেন।
পীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় গড়ে উঠা ‘‘মেসার্স মিরাজ পোলট্রি ফিড’’ নামক একটি ডেইরী ও পোলট্রি ফিড মিলের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোটে একটি রিট মামলা (নং ৪২৩৯/২০১৪ ) দায়ের করে। মামলার প্রাথমিক শুনানী শেষে আদালত মিলটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন। একইসাথে আদালত দেশে প্রচলিত আইন লঙ্ঘন করে মিলটির অনুকূলে প্রদত্ত পরিবেশগত ছাড়পত্র ও অনাপত্তি পত্র, মিলটির অবস্থান ও পরিচালিত কার্যক্রম কেন আইনের পরিপন্থি ও জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হবে না এবং কেন মিলটিকে গ্রহণযোগ্য কোন স্থানে স্থানামত্মরের নির্দেশ প্রদান করা হবে না তা জানতে চেয়ে বিবাদীগণের উপর রম্নল জারি করেন।
বৃহস্পতিবার দুপুরে ৪২৩৯/২০১৪ এর আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মোমিন ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবি এম ইফতেখারম্নল ইসলাম খন্দকার এর নেতৃত্বে ওই ফিড মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন সহ ফিড মিলটি সিলগালা করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক উসমান গনি,পীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল খালেক,সংশিস্নষ্ট ওর্য়াড কাউন্সিলর মাহাবুবুর রশিদ রশিদুল সহ এলাকাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উলেস্নখ্য, ফিড মিলটি আবাসিক এলাকায় স্থাপন ও কার্যক্রম পরিচালনা করে এলাকার জনসাধারণের স্বাস্থ্য ও পরিবেশের মারাত্বকভাবে ক্ষতি করে আসছিল।