
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে পৃথক দুটি স্থানে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চাপোড় গ্রামে কৃষক মফাইজুর রহমান জমিতে ও বাঁশগাড়া গ্রামে আবুল হাসেম জমিতে যন্ত্রের সাহায্যে ব্রিধান-২৮ রোপণের করা হয় ।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক কৃষিবিদ আর্শেদ আলী,উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা বিএনপি সভাপতি জাহিদুর রহমান, উপ-সহকারি কৃষি অফিসার ফজলুল হক ও সিরাজুল ইসলাম সহ বিভিন্ন এলাকার চাষীগন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।