পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : শনিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ‘লিগ্যাল এইড’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি সংস্থা ইএসডিও’র আয়োজনে পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মোঃ শহিদ-উজ-জামান, ঠাকুরগাও জেলা আইনজীবি সমিতির সভাপতি বদিউজ্জামান চৌধূুরী, সহকারী জিপি অতুল প্রসাদ রায়, এ্যাডভোকেট জয়নাল আবেদীন, আবেদুর রহমান, মাহমুদা আক্তার, আজগর আলী ও ইকরামুল হক, ইউপি চেয়ারম্যান আকতারুল ইসলাম ও একরামুল হক, প্যানেল মেয়র আব্দুল খালেক, পীরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ওহায়েদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়সাল আযম, ইত্তেফাক সংবাদদাতা ও পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ মেহের এলাহী, যুগ্ম সম্পাদক মোঃ মোকাদ্দেস হায়াত মিলন, প্রমুখ।