
বিষ্ণুপদ রায়,পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার মছলন্দপুর শ্বশান ঘাটের রাস্তা বন্ধ করে দিয়ে শ্বশানের জায়গা দখল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং ইউএনও অফিস ঘেড়াও করে গন অভিযোগ দিয়েছে হিন্দু সম্প্রদায়ের দু’শতাধিক বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠ থেকে মিছিল বের করেন তারা। শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে ঘেড়াও করা হয় ইউএনও অফিস। পরে শ্বাশানের জমি উদ্ধারের দাবীতে ইউএনও’র কাছে স্বারকলিপি দেন তারা। দু’শ ৩৪ জন স্বাক্ষরিত গন অভিযোগে বলা হয়, পীরগঞ্জ উপজেলার মছলন্দপুর শ্বাশান ঘাটের রাস্তা বন্ধ করে দিয়ে শ্বশানের কিছু জমি জবর দখল করে নিয়েছে বাশগাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম ও তার ভাই পীরগঞ্জ উপজেলার ফরেষ্ট অফিসার আনারুল ইসলাম। এতে ঐ এলাকার হিন্দু পরিবার গুলিতে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম জানান, তিনি শ্বশানের কোন জায়গা দখল করেন নি ।