মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারী,বে-সরকারী কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় এ মানববন্ধন কর্মসূচী অংশ নেয়। এর মধ্যে পীরগঞ্জ সরকারী কলেজের সামনে ঘণ্টাব্যাপী জঙ্গি বিরোধী মানববন্ধনে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অধ্যক্ষ মোসলেম উদ্দিন, প্রভাষক ইকরামুল হক, প্রভাষক বদরুল হুদা, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী প্রমুখ। এই কর্মসূচীতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।