সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালী

বিষ্ণুপদ রায়,পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন শ্লোগানে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদ পূণর্মিলনী উপলক্ষ্যে এ আয়োজন করা হয়। সোমবার ১১ টায় দিকে রেল ষ্টেশন মসজিদ থেকে র‌্যালী বের হয়ে শহরের গুরুত্ব পূন্য সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম সভাপতিত্বে¡ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক,উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সারওয়ার মোর্শেদ,থানার অফিসার ইনচার্জ কে এম শওকত হোসেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্তারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান,পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ফরহাদুজ্জামান,মওলানা আব্দুল ওয়াহেদ প্রমূখ ।এসময় শিক্ষক,সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি,সহ উপজেলা বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।