
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি বসালেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। শনিবার সকাল সাড়ে ১১ টায় ভিত্তি প্রস্থান স্থাপনের ফলক উন্মোচন কালে স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে এ ভবন নির্মানে ব্যয় হবে প্রায় ৬১ লাখ টাকা। পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন, ইয়াসিন আলী এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ওয়ার্কাস পার্টির উপজেলা সম্পাদক ফয়জুল ইসলাম, প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম প্রমূখ।