শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১০

Accedentঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘনায় ২ পথচারি নিহত ও ১০ জন আহত  হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের গুয়াগাঁও কলেজ মোর নামক স্থানে ঠাকুরগাঁও গামী রাজু পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে সাহেরা ও জহুরা নামের ২ মহিলাকে ধাক্কা দিয়ে খাদে পরে যায়। ঘটনাস্থলেই ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এরা হলেন উপজেলার গ্রামডাঙ্গী গ্রামের গফুরে স্ত্রী সাহেরা(৭০) ও একই গ্রামের মৃত লতিফ এর স্ত্রী জহরা(৬৯) । এতে আহত হয়েছে ১০  জন। এদের মধ্যে ধীরেন, বকুল ও বাংরু স্ত্রী সবিতাকে গুরুত্ব অবস্থায়  দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন