
পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কে কালুপীর ঢহরা নামক এলাকায় ভোটভটি সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে ১ জন যাত্রী নিহত হয়েছে। এতে গুরতর আহত হয়েছে আরো ৫ জন ।
জানাযায়, মঙ্গবার সন্ধায় ৮ টার দিকে একটি যাত্রী বাহি ভোটভোটি পীরগঞ্জ শহরে আসার পথে কালুপীরঢহরা এলাকায় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।এতে ভোটভোটির ৫ জন যাত্রী গুতর আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল হাসপাতালে রেফাড করে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় ঢহরা গ্রামের মৃতঃনজীব উদ্দীন এর ছেলে মতিয়র (৬০)মারা যায়। পুলিশ র্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।