
ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপলোয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নির্বাচনোত্তর সমাবেশ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বিভূতি ভূষন রায়, পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রফুল কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজেনন্দ্র নাথ রায়, সাবেক চেয়ারম্যান নিরদ চন্দ্র অধিকারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের ইউনিয়োন নেতা গজেন্দ্র নাথ রায়, শিক্ষক হিরেন্দ্র নাথ রায়সহ ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে জাতীয় সংসদ নির্বাচনোত্তর পরিস্থিতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নির্বাচন করণীয় বিষয় বিস্তারিত আলোচনা হয়।