
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ দেশব্যাপী ২০ দলীয় ঐক্য জোটের জালাও-পোড়াও-হরতাল-অবরোধ আন্দোলনের নামে নাশকতা ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় গণমিছিল ও সমাবেশ করেছে ১৪ দল।
উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে শুত্রবার বিকাল ৪ টায় গনমিছিলের পুর্বে বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা ইমদাদুল হক, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক,সাধারন সম্পাদক আখতারুল ইসলাম,আ’লীগ যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ। আলোচনা শেষে দলীয় কার্যালয়ে থেকে আওয়ামীলীগ সহ ১৪ দলের উদ্যোগে গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদনি করে।