পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : জেলার পীরগঞ্জ উপজেলার নারায়ন পুর গ্রামে গাঁজা বিত্রুয় করার সময় পীরগঞ্জ থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধায় নারায়নপুর প্রধার পাড়ার প্রক্ষাত গাঁজা ব্যবসায়ী নুরুল ইসলাম (৬৫)ও রঘুনাথ পুর গ্রামের তোফাজ্জল এর পুত্র রাজ্জাক (৩৫) প্রধান পাড়া নুরুল ইসলাম বাড়িতে দীর্ঘ দিন ধরে গাঁজা বিত্রুয় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এস আই মিজান,আবু বক্কর ও সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে গিয়ে ২ গ্রাম গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করে। এ বিষয়ে পীরগঞ্জ থানা একটি মামলা হয়েছে মামলা নং ১৭। আজ বুধবার দুপুরে ২ গাঁজা ব্যবসায়ীকে ঠাকুরগাঁও এর জেলহাজতে প্রেরণ করেছে।