৭ মার্চ ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইকরামুল হক মোটর সাইকেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শীবগঞ্জ কলেজের প্রভাষক মোঃ জিয়াউল ইসলাম জিয়া আনারস, হারুনুর রশিদ পারুল ঘোড়া ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফয়জুল ইসলাম দোয়াত কলম প্রতীক পেয়েছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম কলস, আওয়ামীলীগ সদস্যা ভারতী রাণী রায় হাঁস ও কোষারাণীগঞ্জ ইউপি সদস্যা সীতা রানী রায় ফুটবল প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগ সম্পাদক আশরাফ আলী বাদশা তালা, বিএনপি যুবদল সদস্য শুকুমার রায় টিউবওয়েল ও উপজেলা জামায়াতের আমির ও ডিএন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আবুল কাশিম চশমা প্রতীক পেয়েছেন। এদিকে প্রতীক বরাদ্দের সাথে সাথে নির্বাচনী প্রচার প্রচারনা নতুন মাত্রা যোগ হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ
Please follow and like us: