বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জ উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ

৭ মার্চ ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের  প্রতীক বরাদ্দ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইকরামুল হক মোটর সাইকেল, উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক ও শীবগঞ্জ কলেজের প্রভাষক মোঃ জিয়াউল ইসলাম জিয়া আনারস, হারুনুর রশিদ পারুল ঘোড়া ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফয়জুল ইসলাম দোয়াত কলম প্রতীক পেয়েছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম কলস, আওয়ামীলীগ সদস্যা ভারতী রাণী রায় হাঁস ও কোষারাণীগঞ্জ ইউপি সদস্যা সীতা রানী রায় ফুটবল প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগ সম্পাদক আশরাফ আলী বাদশা তালা,  বিএনপি যুবদল সদস্য শুকুমার রায় টিউবওয়েল ও উপজেলা জামায়াতের আমির ও ডিএন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আবুল কাশিম  চশমা প্রতীক পেয়েছেন। এদিকে প্রতীক বরাদ্দের সাথে সাথে নির্বাচনী প্রচার প্রচারনা নতুন মাত্রা যোগ হয়েছে।

Spread the love