বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জ উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারনা জমে উঠছে

Pir Votআগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য ঠাকুরগাও জেলার  পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের  প্রচার-প্রচারনা জমে উঠেছে। গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইকরামুল হক, উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক ও শীবগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মো. জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফয়জুল ইসলাম ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সাবে চেয়ারম্যান হারুনুর রশিদ পারুল উপজেলা চেয়ারম্যান  প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, আওয়ামী লীগ সদস্যা ভারতী রাণী রায় ও কোষারাণীগঞ্জ ইউপির সদস্যা সীতা রানী রায় এবং ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগ সম্পাদক আশরাফ আলী বাদশা, বিএনপি যুব দর নেতা শুকুমার রায় ও উপজেলা জামায়াতের আমির ও ডিএন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আবুল কাশিম মনোনয়ন পত্র দাখিল করেন। তাদের সকলের মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হওয়ায় পর প্রার্থীরা ব্যাপক গণসংযোগ করে চলেছেন। ইতো মধ্যে আওয়ামীলীগ ১০টি ইউনিয়ন ও একটি পৌর কমিটির বিশেষ বর্ধিত সভা করে তৃণমুল নেতাকর্মীরদের চাঙ্গা করে ও বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেছেন। গণসংযোগ ক্ষেত্রে বিএনপিও পিছিয়ে নেই। অন্য প্রার্থীরাও ছুটছেন সমান তালে। ফলে বিভিন্ন দলের সমর্থকরা হোটেল-রেষ্টুরেন্ট ও ‘চা’ স্টলে  তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ছেন যার যার পছন্দের প্রার্থীকে নিয়ে। সেই সঙ্গে প্রার্থীদের সততা, যোগ্যতা ও শিক্ষা-দীক্ষা নিয়েও চলছে চুলছেড়া বিশ্লেষণ। সব মিলিয়ে গ্রাম-গঞ্জ-শহরে এখন উপজেলা নির্বাচনের আলোড়ন সৃষ্টি হয়েছে।

Spread the love