সরকারী নির্দেশনা অমান্য করে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ পৌর শহরের সরকারী সম্পত্তি দখল করে অবৈধভাবে ভবন নির্মান কাজ অব্যাহত রয়েছে। এসব জমি রক্ষায় পৌর কর্তৃপক্ষ প্রশাসনের নিকট বারংবার আবেদন করলেও অজ্ঞাত কারণে ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে একদিকে যেমনি উৎসাহিত হচ্ছে দখলবাজরা, অন্যদিকে বেহাত হচ্ছে কোটি কোটি টাকা মুল্যের সরকারী সম্পদ।
জানা যায়, পীরগঞ্জ ভুমি অফিসের এক শ্রেনীর কর্মকর্তাকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে চলছে পৌর শহরের সরকারী সম্পত্তি দখল বানিজ্য। রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে কতিপয় নেতা এ দখল বানিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নামে বে-নামে ১ বছরের লীজ নিয়ে সরকারী নির্দেশনা অমান্য করে পাকা স্থাপনা নির্মান করছেন তারা। বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ শহরের প্রান কেন্দ্র পশ্চিম চৌরাস্তা সংলগ্ন নীচ বাজারটি তাদের প্রধান ১৯৯০ সাল পর্যন্ত পীরগঞ্জ পৌরসভা থেকে বার্র্ষিক চুক্তিতে ইজারা প্রদান করা হতো। পৌরসভা বাজারটি রঘুনাথপুর মৌজার দাগ নং ১৪১৪, ১৪২৫, ১৪০৯, ১৪১০, ১৪১১, ১৪১২, ও ১৪০৭ এর ৪ একর ৩ শতাংশ সম্পত্তি ১৯৯৭ সালে পেরিফেরি ভূক্ত হলে পৌর কতৃপক্ষের কড়া নজরদারী না থাকায় একটি প্রভাবশালী মহল বাজারের সম্পত্তি দখল করে রাতারাতি অবৈধ ভাবে পাকা স্থাপনা বাসা বাড়ীসহ নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে ধিরে ধিরে বাজারের কার্যক্রম বন্ধ করে দেয়। পরবর্তীত্বে পৌরকতৃপক্ষ
বার বার তাগদা দেওয়া শর্তেও দখলদাররা তাদের কার্যক্রম অব্যাহত রাখেন। ২০০৭ সালে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চলাকালে প্রভাবশালী ঐ দখলদার মহলটি প্রসাশনকে সু-কৌসলে ম্যানেজ করে নিজেদের স্থাপনা রক্ষা করেন। বর্তমানে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকায় দখলদাররা তাদের দখল পাকা পক্ত করতে বড় বড় ভবন নির্মাণ করে যাচ্ছেন।
পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ ব্যবস্থা গ্রহনে জন্য ২০০৯ সালে এল, জি, ডি মন্ত্রালয়ে পত্র প্রেরণ করলে পরিকল্পনা মন্ত্রালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি ৩য় বৈঠকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক এল, জি, ডি, মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ খলিলুর রহমা স্বাক্ষতি পৌর-২/বিবিধ-স্থায়ী কমিটি-৭/২০০৯/১৩২৯ তাং ২০/১০/০৯ পত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে উচ্ছেদের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এদিকে মন্ত্রনালয়ের নির্দেশ বাস্তবায়নের জন্য পীরগঞ্জ পৌর কর্তৃপক্ষ ২৪/১১/০৯ ইং ৭৬৩ নং স্মারকে এবং ইতিপূর্বে ১১/১০/০৯ ইং ৭৪৩ নং স্মারকসহ বিভিন্ন স্মারকে বেশ কয়েকটি পত্র জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করাসহ পৌরকর্মকর্তা কর্মচারীরা সরাসরি জেলা প্রসাশকের সঙ্গে স্বাক্ষাত করলেও অদ্যবধি জেলা প্রসাশনের পক্ষথেকে কোন পদক্ষেপ গ্রহন করে হয়নি। এনিয়ে পৌর পরিষদ, কর্মকর্তা কর্মচারী সহ সচেতন মহলে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের উচ্ছেদের নির্দেশ আজো কার্যকর না হওয়ার বিষয়টি প্রশাসনের গড়িমসির ফসল বলছেন অনেকে। পৌরসভার পেরিফেরি ভুক্ত জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা সমূহ অনতি বিলম্বে উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট প্রসাশন তথা সরকারের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবসী । এব্যাপারে পৌর মেয়র রাজিউর রহমান রাজু বলেন, বাজারটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ইজারার ব্যবস্থা করা গেলে পৌরসভার অনেক সমস্যার সমাধান করা সম্ভব হতো। কিন্তু এ ব্যাপারে প্রশাসন সহযোগীতা করছে না।