রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পীরগঞ্জ প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র সম্বর্ধনা

SAMSUNG CAMERA PICTURESবিষ্ণু পদ রায়,

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি : শনিবার সন্ধায় পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কে সম্বর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাব সভাপতি  মেহের এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় উপজেলা চেয়ারম্যান  জিয়াউল ইসলাম জিয়া, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শাববীর আহমদ, পীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোরশেদুল করিম ইসতেসাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক  কশিরুল আলম ও সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী জেড এ বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, তারেক হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভাপরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক  মোকাদ্দেশ হায়াত মিলন।

উল্লেখ্য শাববীর আহমদ পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় সর্বস্তরের জনসাধারণের কাছে ব্যাপকভাবে আলোচিত হন। সম্প্রতি সরকার তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেষণ দিয়ে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে ফার্ষ্ট সেক্রেটারী হিসেবে নিয়োগ করেন।