বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পুজা মন্ডপে অগ্নিসংযোগের অভিযোগে পার্বতীপুরে ৭ জনের বিরুদ্ধে মামলা

সোহেল সানী : দিনাজপুরের পার্বতীপুরে পুজা মন্ডপে অগ্নিসংযোগের অভিযোগে ৭ জনকে আসামী করে মামলা দায়ের।

 

উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম শুকদেবপুর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ভৈরব চন্দ্র সোমবার রাত ৮টায় একই গ্রামের ৩ পরিবারের ৭ জনের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় এ মামলা করেন। তবে অভিযুক্তরা এ ঘটনাকে সাজানো নাটক বলে দাবী করেছেন।

 

অভিযুক্তরা হলেন- ওই গ্রামের সুজাব উদ্দিন (৬০), তার ছেলে শওকত আলী (৩৫), লুৎফর রহমান (৩০), ওয়াজেদ আলী (২৭) ও রব্বানী (২৪)। এ ছাড়াও একই গ্রামের আঃ মান্নানের ছেলে আবদুল কুদ্দুস (৩৫) ও মৃত সমবারুর ছেলে লিটন (২৫)।Parbatipur-3

 

মামলার সুত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে এসে পুজা মন্ডপে ভাংচুর চালায় ও অগ্নিসংযোগ করে। এতে স্থানীয় সংখ্যালঘু পরিবারের মধ্যে আতংক সৃষ্টি হয়। মামলার বাদী ভৈরব চন্দ্রের কাকা ধীরেন চন্দ্র (৫৫) অভিযুক্তদের মন্ডপে আগুন ধরিয়ে দিতে দেখেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ অস্বীকার করে সুজাব উদ্দিন বলেন, পূর্বশক্রতার জের ধরে আমাদেরকে হয়রানী করার জন্য পুজা কমিটির সভাপতি ভৈরব চন্দ্র ও সাধারন সম্পাদক বাবু চন্দ্র মিলে ষড়যন্ত্র মুলক ভাবে মন্ডপে অগ্নিসংযোগের অভিযোগ করেছে। প্রকৃতপক্ষে পুজা কমিটির সভাপতি ও সম্পাদকের পরার্মশে গ্রামের ধীরেন চন্দ্র, গাঠিয়া ও পুলিন চন্দ্র এ তিনজন মিলে মন্ডপে আগুন ধরিয়ে দিয়ে আমাদের উপর দোষ চাপায়।Parbatipur-02

 

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শচিন চন্দ্র, সাধারন সম্পাদক দীপেশ চন্দ্র ও মমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।