বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পুলিশের উপর হামলায় মামলা : পঞ্চগড়ে ১৯ দলীয় জোটের ১৭ নেতাকর্মী আটক

পঞ্চগড়ে পুলিশের উপর হামলার দায়ের করা মামলায় আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ ১৭ জন নেতাকর্মীকে আটক করে জেলা হাজতে প্রেরণ করেছে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ ১৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে এবং পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণকান্ত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর আটোয়ারী উপজেলা সদরের বিএনপির সভাপতি আব্দুর রহমান আবদার ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপি, জামায়াত ও জাগপার নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল ও উপজেলা আওয়ামী লীগের অফিস ঘেরাও করে এবং তা ভাংচুরের উদ্দেশ্যে করলে পুলিশ এসে তাদের বাঁধা দেয়। এ সময় উপস্থিত বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। হামলায় আহত হয় পুলিশ সদস্য জিয়াউর রহমান। এ সময় নেতাকর্মীরা তার অস্ত্র ছিনিয়ে নেয়ারও চেষ্ঠা করে। পুলিশ বাদী হয়ে আটোয়ারী উপজেলা ঘটনার দিন ১৯ দলীয় জোটের ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি  মামলা দায়ের করেন এবং মামলার প্রধান আসামী আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান আবদার ও ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান আলীকে শপথ নেয়ার পূর্ব মুহূর্তে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। আজ সোমবার ধার্য তারিখে ১৫ জন এজাহারভূক্ত ও পূর্বে জামিন নেয়া ২ জন আসামী আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ নির্দেশ দেন।