
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)র ক্যম্পাস বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় পুলিশের সাথে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক এলাকায় ভাংচুর চালায়। পুলিশ বাধা দিলে পুলিশের উপর চড়াও হয় শিক্ষার্থীরা। তারা ইট-পাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমন করে। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২ রাউন্ড টিআর সেল নিক্ষেপ করে। এই সংঘর্ষের ঘটনায় ৪ পুলিশ সদস্য ও ৩ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভাবে জরুরী বৈঠকে বসে। বৈঠকে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় পরিবহন বাস চালক চুনকু সরেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃৃপক্ষ গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ খালেকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্কিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রয়ে রয়েছে।
এদিকে ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থমথম ভাব বিরাজ করছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে একটি বাস শিক্ষার্থীদেরকে নিয়ে শহরে প্রবেশের জন্য যাচ্ছিল। এ সময় ক্যাম্পাসের ভিতরেই চলন্ত ওই বাসটিতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিস্টার-২, লেভেল-১ এর শিক্ষার্থী মনিরুজ্জামান উঠার চেষ্টা করলে পা পিছলে পড়ে যায়। এতে বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।