
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ।। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের চোখের ডগায় আসছে ভারতীয় মদ। যার ফলে সয়লাব হচ্ছে দিনাজপুর জেলায় ভারতীয় মদ।
এক শ্রেণির চোরাকারকারী শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এবং আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের ম্যানেজ করে অবৈধভাবে ভারতীয় মদ অফিসার্স চয়েজ, থ্রি-এক্সরাম, ভটকাসহ বিভিন্ন ধরনের নিমণমানের মদ এনে দিনাজপুরের বিভিন্ন স্থানে গোপনভাবে বিক্রি করছে। এর ফলে যুব সমাজ ধংসের দিকে এগুচ্ছে। এ ব্যাপারে জেলার সচেতন মহল জরম্নরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।