শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে

রমেন বসাক, ষ্টাফ রিপোর্টার, হাকিমপুর : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আটদিন বন্ধ থাকবে।

এ সময় ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার চালু থাকলেও পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ অক্টোবর থেকে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হওয়ার কথা রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার ম-ল স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সোমবার আমাদের কাছে এসেছে।

পরে বিষয়টি চিঠি দ্বারা হিলি স্থলবন্দরের সব আমদানি-রপ্তানিকারক, হিলি শুল্কস্টেশন, পানামা হিলি পোর্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।