
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট আয়োজিত এবং সোসাইটি ফর উদ্যোগে এর সহযোগিতায় কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের আওতায় দিনাজপুর পৌরসভার অন্তর্গত এনায়েতপুর ও ক্ষেত্রিপাড়া মহল্ললার পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে মানবাধিকার সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় রিসোর্স এ্যাড. ছন্দা দাশ হিন্দু আইন, হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন, সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকার, দত্তক, নারী শিশু আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনসহ বিভিন্ন মানবাধিকার রক্ষা বিষয়ক বক্তব্য রাখেন। প্রকল্প বিষয় নিয়ে আলোচনা করেন ব্লাস্টের প্যারা লিগ্যাল ফারজানা ফারহীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদ্যোগ সংস্থার বিউটি বেগম ও মোঃ কুরবান আলী। সকাল ১০টায় দিনাজপুর পৌরসভার এনায়েতপুর মহল্লায় এবং বিকাল ৩টায় ক্ষেত্রীপাড়া মহল্লায় সভা চলাকালীন পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত হতদরিদ্র অসহায় নারীরা বিভিন্ন আইন নিয়ে প্রশ্ন করলে রিসোর্স এ্যাডঃ ছন্দা দাশ তার উত্তর দেন।