শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশক-ব্লগারদের ওপর হামলায় খালেদা জিয়ার উদ্বেগ

রাজধানীর লালমাটিয়ায় তিনজন ব্লগার-প্রকাশককে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তদের হামলায় উদ্বেগ এবং শাহবাগে একজন প্রকাশককে হত্যায় শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারি ফয়সাল আরেফিন দীপনকে তার কার্যালয়ে কুপিয়ে হত্যা এবং অপর আরেকটি প্রকাশনী সংস্থা ‘শুদ্ধস্বর’ এর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় নিন্দা জানাই।’

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেত্রী বলেন, ‘এ ধরনের কাপুরুষোচিত হত্যাকা- ও হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

বিএনপি চেয়ারপারসন তার বিবৃতিতে নিহত ফয়সাল আরেফিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নিহত ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন।

‘মানুষের জান-মালের নিরাপত্তা দিতে এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে’ মন্তব্য করে বিএনপি নেত্রী বলেন, ‘দেশে আইনের শাসনের অনুপস্থিতিতে সমগ্র জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত হয়ে পড়েছে।’