বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৪ মার্চ ২০১৫ ইং দৈনিক যুগান্তরের ১৫ পাতায় সহ কয়েকটি স্থানীয় এবং জাতীয় পত্রিকায় ােমারে এমপির সামনেই শ্যালক লাঞ্চিতশিরোনা েপ্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে৷ চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির জন্য বিএনপি নেতাকে ডিও লেটার দেয়ার অভিযোগে যে সংবাদ প্রকাশিত হয়েছে৷ তা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট৷ মমিনুল ইসলাম লুলু পূর্ব হতে প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করে আসছে৷ প্রতিষ্ঠানটির নির্বাচন অনুষ্ঠানের জন্য তাহাকে এ্যাডহক ভিত্তিতে সভাপতির দায়িত্বের জন্য সুপারিশ করি৷ উল্লেখ্য মমিনুল ইসলাম লুলু ইতোপূর্বে মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূরের মাধ্যমে আওয়ামীলীগে যোগদান করে৷ ভোগডাবুড়ী ইউনিয়নের খানকায়ে কেরামতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষা প্রকল্পের উন্নয়নে ৬০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে বহতল ভবন বিশিষ্ট প্রকল্পের প্রকৌশলী, িশক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপন এবং দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে আমি দিনের অন্য কর্মসূচীতে যোগদান করি৷ আমার সামনে আমার শ্যালককে লাঞ্চিতের কোন ঘটনা ঘটেনি৷ ফোন বন্ধ এবং ফোনে আমাকে পাওয়া যায়নি এমন অসত্য তথ্য প্রকাশিত হওয়া খুবই দুঃখ জনক৷

একটি স্বার্থানেশ্বি মহল নীজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাকে ও দলের ভাবমূর্তি ক্ষুন্যের উদ্দেশ্যে সাংবাদিকদের ভুলতথ্য দিয়ে উক্ত সংবাদ পরিবেশন করিয়েছে মাত্র৷ আমি প্রকাশিত সংবাদটির তিব্র প্রতিবাদ করছি৷

 

মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার

মাননীয় সংসদ সদস্য,

নীলফামারী(ডোমারডিমলা)