
দশরথ রায় বাবুল : বীরগঞ্জ উজেলার সুজালপুর ইউনিয়নের কুমারডাঙ্গা শিবÑপার্বতী মন্দির আদীবাসী শশ্মান ঘাট পরিদর্শন কালে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন মসজিদ, মন্দির, প্যাগোডা, শশ্মান, গোড়স্থান মানুষের পবিত্র ধর্মীয় স্থান। এর পবিত্রতা রক্ষা করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। যারা এর ব্যাত্যয় ঘটায়, যারা এর পবিত্রতা রক্ষা করতে জানেনা তারা তাদের নিজ নিজ ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল নয়। আজকে যারা হিন্দু ধর্মের এই শশ্মান ঘাটের মূর্তি ভাংচুর করে পবিত্রতা নষ্ট করেছেন তারা নিজেদের ধর্মের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল তা নিয়ে সন্ধিহান রয়েছে। যারা নিজেদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তারা কখনই অন্য ধর্মের প্রতি আঘাত হানতে পারেনা। তাই আজকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই ধর্মীয় অন্ধত্ব ও উগ্রবাদের প্রতি রুখে দাড়াতে হবে। তিনি সকল ধর্মের পবিত্রতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং শশ্মান ঘাটের পবিত্রা রক্ষার জন্য মন্দির নির্মানের আশ্বাস দেন।
শনিবার বিকেল ৫ টায় শশ্মান ঘাট পরিদর্শন কালে এসময় উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুন চন্দ্র দাস, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোকছেদ আলী, ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াছিন আলী, বীরগঞ্জ থানা ওসি মোঃ আবু আক্কাস হোসেন, এপিএস মোঃ কামাল হোসেন, শশ্মান ঘাটের সভাপতি মাধব চন্দ্র রায়, সাধারন সম্পাদক নন্দ কুমার রায় ও কার্তিক চন্দ্র রায় প্রমূখ।