
ফজিবর রহমান বাবু : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একটা সময় ছিল যখন প্রতিবন্ধীদের বোঝা মনে করা হতো। আর কোন পরিবারে প্রতিবন্ধী শিশু থাকলে তাদের প্রকাশ্যে আনা হতো না। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ সারাদেশে বিতরণ করায় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। আর প্রতিবন্ধীদের অধিকার ফিরিয়ে দিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর ফলে মানুষ বুঝতে পেরেছে প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়।
২৫ অক্টোবর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের ভোগনগর সরকারপাড়া সুইল বাংলাদেশের অনুমোদনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৮ নং ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. বদিউজ্জামান পান্না এর সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার
চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, সুইড বাংলাদেশ এর মহাসচিব মো. জওয়াহেরম্নল ইসলাম মামুন, সুইড বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারম্নল আজাদ জুয়েল, বীরগঞ্জ থানা ওসি মো. জাহাঙ্গীর হোসেন।
এদিকে বিকেলে দিনাজপুর কাহারোল উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে কাহারোল থানা কেন্দ্রীয় মন্দিরে শারদীয় পুজা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপেশ চন্দ্র রায়। এসময় প্রধান অতিথি এমপি গোপাল কাহারোল উপজেলায় পুজা উদযাপন কমিটির একটি অফিস করার প্রতিশ্রম্নতি দেন।
পরে বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের সনকা হাই স্কুল মাঠে কমিউনিটি পুলিশিং বিষয়ক আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ ২০১৫ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন এমপি গোপাল।