
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নাগরিক সংলপের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে। পাশাপাশি গণতান্ত্রিক চর্চার একটি পরিবেশ গড়ে উঠবে। ইউনিয়নের সর্বসত্মরের মানুষকে সম্পৃক্ত করতে পারলে প্রতিবন্ধী বান্ধব ইউনিয়ন পরিষদ গড়া সম্ভব।
গতকাল রোববার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ চত্বরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) ও ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ এর যৌথ আয়োজনে এবং সিডিডি’র সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে পিআরপিডি-ডিআই প্রকল্পের আওতায় প্রতিবন্ধীতা বান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিডি ঢাকার প্রকল্প সমন্বয়কারী রাখী বড়ুয়া, এনআইএলজি ঢাকার ডকুমেন্টেশন অফিসার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিডি ঢাকার প্রতিনিধি মোঃ রাসেদুল আযম, আব্দুল খালেক খান, কাউন্সিলর মাহমুদা খাতুন জোসণা, বিলকিস আরা ফয়েজ, ইউপি সদস্যা দ্বীপ্তি রাণী রায়, কুলসুম বেগম, রফিকুল ইসলাম। প্রতিবন্ধীদের পক্ষে সংলাপে বিভিন্ন প্রশ্ন তুলেন মোঃ ইদ্রিস আলী, হালিমা খাতুন, সহির আলী, রিনা খাতুন, কানাই রায়, ফজলুর রহমান, ধরনী চন্দ্র রায় প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন প্রকল্পের ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়।