দিনাজপুর প্রতিনিধি: রোটারি ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট রণজিৎ কুমার সিংহ বলেছেন বিশাল জনগোষ্ঠিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধীদের দক্ষ করে মানব সম্পদে রূপান্তর করতে পারলে তারাও দেশের উন্নয়নের অংশিদার হতে পারে। আসুন আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠিকে সমাজের বোঝা না মনে করে তাদের কাজে লাগাই।
গতকাল রোববার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের মহাবলীপুর গ্রামে রোটারি পল্লী চত্বরে রোটারি ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে এবং রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েষ্ট এর সহযোগীতায় অসহায় শীতার্ত প্রতিবন্ধী মানুষের মাঝে তিনি শীতবস্ত্র (কম্বল) বিতরন কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে তিনি একথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন পিপিঃ রোটাঃ আব্দুস সালাম তুহিন। সহযোগীতা করে হাবিপ্রবি শাখার রোটারেক্ট আইপিপি রুহুল আমিন মিঠু সহ শাখা সদস্যবৃন্দ।