মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিবন্ধীরা যেন সমাজের বোঝা না হয় : প্রধানমন্ত্রী

প্রতিবন্ধীরা যেন সমাজের বোঝা না হয় সেদিকে লক্ষ্য রেখে তাদের জীবনমান উন্নয়ন করে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তোলারও তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীরা কখনোই সমাজ ও রাষ্ট্রের বোঝা হয়ে থাকবে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের একটু সুযোগ করে দেয়া গেলে, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো গেলে তারাও দেশ ও সমাজের সম্পদ হয়ে উঠবে। এজন্য সমাজের অবহেলিত মানুষের কল্যাণে যথাযথভাবে দায়িত্বপালনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে রবিবার শেখ হাসিনা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আসেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মোহসিন আলী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তৃতা দেন। সভায় অন্যান্যের মধ্যে প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন, মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এবং মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love