
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে কখনও ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ঘটাতে হলে কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসন প্রয়োজন। তাদেরকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারলে তারাও হবে এদেশের উন্নয়নের অংশীদার। আসুন প্রতিবন্ধী জনগোষ্ঠীকে আমরা সমাজের বোঝা মনে না করে তাদেরকে আমাদের উন্নয়নে সম্পৃক্ত করি।
সোমবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কৃষান বাজারস্থ সিডিসি কার্যালয় প্রাঙ্গণে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর আয়োজনে ও সিডিডি’র সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পিআরপিডি-ডিআই প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিডিসি’র নির্বাহী পরিচালক ও সমাজ কল্যান মন্ত্রণালয়ের অধিনস্থ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জেলা স্টেয়ারিং কমিটির সদস্য যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সদর ইউএনও আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মি. স্টিফেন মুর্মু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ ঘোষ কাঞ্চন, কোতয়ালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ রাজকুমার রায়, ওয়াল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি ম্যানেজার রোলান্ড গোমেজ।
স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়। সঞ্চলকের দায়িত্ব পালন করেন একাউন্স এন্ড এডমিন অফিসার তপন কুমার রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্পের সিএম মুক্তি কজুর। এ সময় কর্মএলাকার পৌরসভা সহ ৪টি ইউনিযনের প্রতিবন্ধী সহসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, সাংবাদিকবৃন্দসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।