
দিনাজপুর প্রতিনিধি : শনিবার দুপুর ২.০০ ঘটিকায় প্রতিবন্ধী ব্যাক্তিদের ১৫ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষন কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।সেন্টার ফর সার্ভিসেস এ্যন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি),ঢাকার সহযোগিতায় দিনাজপুরের কর্মরত স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এর ব্যবস্থাপনা ও আয়োজনে সিডিসি‘র প্রাধান কার্যালয়ে ১৫ দিন ব্যাপি মৌলিক কম্পিউটার প্রশিক্ষন কার্যক্রম সম্পন হলো ।এ কার্যক্রমে ২০ জন যুব প্রতিবন্ধী নারী ও পুরুষ অংশগ্রহন করেন। সিএসআইডি‘র প্লেসম্যন্ট অফিসার মো:আশিক আলীর সার্বিক পরামর্শ ও সহযোগিতায় সিডিসি‘র নির্বাহী পরিচালক ও ইউনিটি ফর এনজিও ‘স দিনাজপুরের নির্বাহী সদস্য যাদব চন্দ্র রায় কার্যক্রমে নেতৃত্বে প্রদান করেন। প্রশিক্ষক পার্থ প্রনব দাস ,সিডিসি‘র একাউন্টস এ্যান্ড এডমিন অফিসার বিউটি রায় এবং সিডিসি‘র প্রোগ্রাম ম্যানেজার মো:শামীম ফেরদৌস এ কোর্সের সহায়ক হিসাবে কাজ করেন।প্রদত্ত প্রশিক্ষনের মাধ্যমে কম্পিউটার এর মৌলিক ধারনার মধ্য দিয়ে শিক্ষিত এই প্রতিবন্ধী যুব নারী ও পুরুষগন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নিতে পারেন।